এখন উঠোন জুড়ে বৃষ্টি
আঁধার নেমেছে চোখে
ঝমঝম ধারা নয় গো
উপত্যকা অধিত্যকা বেয়ে
ভিজিয়ে ভিজিয়ে নামলে
তোমাকে আপন মনে হয়


তোমাকে বুঝতেই পারি না কখনো
মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে আসো যে বেলা
যে বেলা দাঁত কড়মড়িয়ে ওঠে
বিদ্ধ করে যখন অজস্র তীরের ছোবল
আমার চক্ষু জুড়ে বৃষ্টি নামে


তবু তোমাকেই অদম্য ভালোবাসি
তুমি যে মন জুড়ে নেমেছো আমার !