বলদে শুয়ে জাবর কাটছে । ঘোড়ায় টেনে নিচ্ছে ঘানি ।
চুইয়ে চুইয়ে যে তেল পড়ছে , তৈরী করেছি ৮৮৪৮মিটার উঁচু
শিখর । বাপু এখন চোখে-ক্যামেরা শহুরে চৌকিদার জানি ।
লাঠি হাতে দাঁড়িয়ে আছেন কোনও রকমে । আমাদের সুভাষ
সূর্যকে দেখিয়ে দাঁড়িয়ে থেমে পড়েছেন ক্লান্ত । বলদে শুয়ে
জাবর কাটছে । ঘোড়ায় টেনে নিচ্ছে ঘানি । চুইয়ে চুইয়ে যে
তেল পড়ছে , তৈরী করেছি ৮৮৪৮মিটার উঁচু চূড়ো । রোটি
কাপড়া মকান সব সহজলভ্য । দোকানী সাজিয়ে ফেলেছে
দোকান । এই একখানি ঘানির অভাব এতদিনে গেল মিটে ।
বলদে শুয়ে জাবর কাটছে । ঘোড়ায় টেনে নিচ্ছে ঘানি ।