দেখা হয়েছিল বাসের বীভৎস ভিড়ে
বসেছিলাম হাওয়ায় নদীর তীরে
তোমার সুগন্ধী চিকুর উড়ছিল বাতাসে
মুখে হাতে সর্বত্র পাশেপাশে
জলে যেমন পানা ভাসে
যেমন মাছেরা ডুবে থাকে স্রোতের ভিতর
যেমন মেঘ জমে ওঠে মেঘের পর
ডুবেছে বসতবাড়ি
ডুবেছে আমার নীরস চর
লুকাই মুখ সেই উড়ন্ত মেঘের ভিতর
শরীর জুড়ে বৃষ্টি আসে ঝড়ের
ঐ মায়ায় আমার হারানো পথ
ঐ মেঘে আমার পোয়াতি ঘর