রোদ্দুরে ডুব দিলে
সূর্যমুখী হয়ে উঠি
অঘ্রাণে ডুব মারলে
পাকা ধান হয়ে ফুটি
জোছনায় ডুব দিলে
জোনাক-মোহ হয়ে ভাসি
অন্ধকারে ডুব মারলে
প্যান্থার হয়ে হাসি
গঙ্গায় ডুব দিলে
বাবুঘাটে থাকি দাঁড়িয়ে
কর্দমে ডুব মারলে
জানি যাবো হারিয়ে


তার চেয়ে বরং এই ভালো
তোর্ষায় মারি লম্বা ডুব
ভেসে যাই মেঘনা যমুনায়
ভিসাফ্রি আন্তর্জাতিক খুব
সাগরের জলে মিশবো
মেঘ হয়ে ফিরে আসবো !