ষড়যন্ত্র তো করেইছে কেউ
সে কে জানি না
ঈশ্বর হতে পারে
হতে পারে অথবা কোন শয়তান -
তাকে খুঁজছি যে দিলো এই হুলো জীবন
কেন বানাল না কৃষ্ণকলি গড়ন
ঘোর বর্ষার উপুরচুপুর পাহাড়ী নদী
যেখানে রূপ-সন্ধানী এসে টংঘর বানায়
বা ক্লীব গাছ-পাথর
যে কোন পাশে না গিয়ে সমান ছায়া দেয়


কুসুম সত্যিই তোমার মন নেই
শুধুই শরীর শরীর আর শরীর -


তাকেই খুঁজছি যে দিলো
এই হুলো জীবন ।