প্রতি বনে অন্তরপ্রদেশ থাকে গভীরে
থাক নিরুপদ্রব
যে পথ বনবীথি ধরে তোমার ঠোঁট ছুঁয়ে সিঁথিতে করে বসবাস
সেখানেই আমার একান্ত আনাগোনা
বনের নিষিদ্ধ ক্ষেত্রে ভ্রমণের বাসনা সুপ্ত রেখেছি
তোমার ঠোঁট ছুঁয়ে যে আলপথ নাভিবিন্দুর কোমল পরিসরে হাঁটে
সেই পথ বেশি প্রিয় আমার
যেখানে নিমগ্ন চুম্বনে হাতের মুঠোয় ধরা দেয় সসাগরা পৃথ্বী