এতটাই তখন ফুঁসে ওঠা জল
তল খুঁজে পায়নি সাগরের নাও
যাও যাও
তামাম জীবন ভেসে যাও
বাদাবন আঘাট ছাড়িয়ে বেহাল
জোয়ার কমে এলে জেগে উঠবে সারিতাল
বালির ঘষায় চোখদুটো ফুটো হবে একদিন
সদাগর থেমে গেছে যেখানে চর কেবল তৃণ
এ ঘাট একদা তোমারই ছিল চাঁদ
জোয়ারের টানে আজ মজা সব বরবাদ ।