এ হরিতকী মৃত্তিকা জীবনদায়ী
দু'কদম আগে কামগন্ধী যৌবন
অজস্র বসন্তের স্রোত ছলাৎ ছলাৎ
কত দূরত্বের শেষে নিরুদ্দেশ
কত জ্যোত্স্নার অবসান ,
চক্ষুতে তোমার আহ্বান দেখেছি
অজস্র ইশারা দেখেছি নাভিবিন্দুর বাঁক
আর পারি নে
হেলায় হারাতে বিপুল আলিঙ্গন
পাড়ে আচ্ছাদন তুলে রেখে
পায়ে পায়ে চৌকাঠ অভিসার


পাড়ে আচ্ছাদন খুলে রেখে
ঢেউ মেখে মেখে সারি অশ্লীল স্নান ,
হে প্রিয় নদী আমার !