শ্রীরামের জয় বললে -
জ্বলন্ত আগুনের লেলিহান হাহাকার
অহঙ্কারী অট্টালিকার দেয়ালে দেয়ালে
চিৎকার করে ওঠে একা , তার
সতীত্বের পরীক্ষা হলে , ঘিয়ের মতো
দেহ গলে গলে দগ্ধ হবে , কটু গন্ধে উল্লসিত
সমাজসেবকের দল , রাজা থেকে বানর
স্তাবক থেকে পন্ডিত , সবার চোখে মুখে
এক বীভৎস বর্বরতার বসবাস ;


বরং
শ্রীরামমোহনের জয় বলি , ত্রেতা থেকে কলি
তেপান্তরের শেষে মড়া নদী
চিতার আধপোড়া কালো কাঠ , উল্টে পড়া কলসের দিন
বিষন্ন বাতাসের কামড়েও ওড়ে কঞ্চির মাথায় নিশান যদি
থান কাপড়ে মুড়ে রাখা কোনো জড় শরীর ,
সেজে উঠছে চিতা , হরিনামে ঢেকে গেছে তীর
আলুথালু সীতার আর্তনাদে সতী হওয়ার ত্রাস,


প্রাচীর হয়ে এসে দাঁড়ালে অশ্বারোহী এক বীর
চিতায় এক দুরন্ত ঝাপটায় সীতাকে টেনে নিলে
জীবনের দিকে , সতী থেকে সরালে মরণের গ্রাস


বরং
জয় শ্রীরামমোহন বলে স্বীকার করি ঋণ ।