ক্ষুৎকাতর আমি
অন্ন নয় , একটু বাতাস দিতে পারো !
হাভাতেও আমি জন্ম থেকে
শরীর নয় , একটু মন দিতে পারো !
বড্ড একা আজও চরাচর
একটা গোটা বন দিতে পারো !
মানুষের মতোই আমি
একটু মনুষ্যত্ব দিতে পারো !


বড়ই ক্ষুধার্ত আছি আমরণ
সব পাপ ধুয়ে আমাকে নদী করে দাও যদি
কলুষমুক্ত হই ।