সোনাবেনের কাছে শুনেছি
পাকা সোনায় গহনা হয় না
আগুনে পুড়িয়ে ঝলসে ঝলসে
মেশাতেই হয় কিছু খাদ ,


যে গোয়ালা হাঁক পেড়ে দুধ দিয়ে যায়
খাঁটি দুধ পেলে রুগী পেট ছাড়ে
বাচ্চাদের তড়কা হয় দু বেলা
তাই তার দুধে মেশে জলের স্বাদ ,


বুঝেছি দেখে শুনে খাঁটি বড় মূল্যহীন
ভাত হোক কিংবা ডাল হোক
অভিমান হোক কিংবা দুঃখ
কিছু খাদ মিশিয়ে দিন ,


উচ্চাশা হোক বা সমাজসেবা
ভালোবাসা কিংবা আক্রমণ
সুশীল সমাজের তুমুল অভিযান
কিংবা কবিতায় দুরন্ত প্রতিবাদ ,


মেশাতেই হয় মেশাতেই হয়
কিছু ভেজাল কিছুটা খাদ ।