হে মহাত্মন
অমন অস্থিচর্মসার তোমার কাঠামোর কথা
বলবো না
ঐ কাঠামোর ভিতরে ইস্পাতের যে দন্ডটি ছিল
তার কথাই বলবো ,
হে মহাত্মন
চম্পারণ-হিংসায় যখন সত্যাগ্রহ ভেঙ্গেছিলে
সে কথা লিখবো না
বরং ডান্ডির পথে লড়াকু যষ্টির গল্প করবো
আর সে অহিংসা যা ভালোবাসতে শিখিয়েছে
সে কাহিনী লিখবো


ঢেকে রেখেছি হরিপুরায় সুভাষকে উপেক্ষার ইতিহাস
বরং তাকে হারিয়ে তোমার বুকফাটা আর্তনাদের চাপা ব্যথা
সোনায় লিখে রাখলাম


হে মহাত্মন
তোমাকে রক্ষা করতে পারিনি আমরা
গোটা জাতি দেখো লজ্জায় অধোবদন


হে মহাত্মন
তুমি মানুষ বলেই সাদায় কালোয়
আমরা তো মানুষই হতে পারি নি !  
তুমি দিয়ে গেছো
আর আমরা দেখো হাত পেতে আছি কেমন !