ওপার থেকে লোকান্তর ডাকে
এপারে বসে থাকি নদীর বাঁকে
শুয়ে থাকে গামছা , তুলে নিতে বলছে
জল চুপ , নিরুত্তর , শুধু বয়ে চলছে
পিছু ফিরে দেখি শন শন বাতাসের স্রোত
আমি শ্রোতা , দর্শক সবুজের সমারোহে জমা জোত
দাঁড়াও বন্ধু অপেক্ষা করো , আরো কিছু প্রাণ বাকি
এই সবুজ , এই জল , এই গানে ভেসে থাকি
গামছায় বেঁধে তুলি একা নাওয়ের ভাটিয়ালী
ছাড়িয়ে রাখি বৃদ্ধ বটের শরীর থেকে বালি
তুমি তো জেগেই আছো নির্নিমেষ ওপার
সাঁতার জানা নেই , জানি , ফিরানি ফেরার
মাঝি ঘাট তুলে চলে যাবে অন্য কোথাও
আর ফেরা হবে না , থাকবে না কোনো নাও ।