বাঁদরেরা দল বেঁধে বারান্দায় পায়চারী করতে থাকে
হেঁসেল থেকে তুলে নেয় সব্জির ঝাঁকা
সাবান কিংবা তোয়ালে চুরি করে উঠে যায় মগডালে
কীর্তিমানটিকে চিনতেই পারি না ,
একই রকম দেখি সব ব্যাটাকে ,
এক মুখপোড়ার সাথে তফাত করতে পারি না
আরেকটির
দল বেঁধে কাক আসে এঁটো কুড়োতে
সব কটাকে একই রকম দেখি ,
বাঘ সিংহ ভল্লুক নেকড়ে বা শেয়াল
টি আই প্যারেডে দাঁড়ালে বাপের দম নেই
যে চিনতে পারি ,
শুধু চিনতে পারি নামানুষের চোখ
যারা দু'পায়ে হাঁটে আশেপাশে কিন্তু চারপেয়ে চাটে
বুকের রস আর মাথার ঘিলু ।