তোর হাত শত ধুলেও চামড়াপোড়া গন্ধটা মুছে যাবে না
করতল খুলে দেখিস , শিকলের দাগ ভাসছে কিনা ,
তাতে তালাচাবি মারার ঘৃণ্য অসুস্থতা
রাক্ষুসী নখে সবুজ কচি পাতা
কেমন ঝলসে ঝুলে আছে হাহাকার মাখা
লেলিহান লোভ লাভার মতো ছুটে আসছে আলনায় রাখা পোশাকে
ঘরের ভেতর , চেয়ারে টেবিলে ,  
দ্যাখ ছুঁয়ে ফেলেছে মা-মাসিকে , দুগ্ধপোষ্য শিশুর সঙ্গে খেলে
কেমন পোড়া আঠা , লেপ্টে গেছে মেঝেয় কালো অঙ্গার
হাত ছুঁতে এখন ঘেন্না করে ,  এক সমাজ টুঁটি কামড়ানো ঘেন্নার
হাত সরিয়ে নে আমার  ত্রিসীমানা থেকে, নিশিপুরান থেকে ,
বড় বিপন্নতা জড়িয়ে আসছে গন্ডারের চামড়ায় চোখ তুলে তাকাতে ।