সেদিন ছিল আগস্টের ২৯ তারিখ । সালটা ১৯৭৬ , মনে আছে শেষ বিকেলে লিচু গাছের ছায়ায় বসে ছিলাম অঙ্কের বই খাতা নিয়ে । পাশে রাখা ফিলিপ্স রেডিওতে বেজে যাচ্ছিল অবিরাম রেডিও বাংলাদেশ এবং  সবিনা ইয়াস্মিন , রুণা লায়লা , ফেরদৌসী রহমান , সব মনে নেই । আচমকা সব গান থেমে গেল । ঘোষনা হোলো , নজরুল আর নেই । সেটাই আমার জীবনের প্রথম চমকে যাওয়া । আমার প্রথম যে কবিতা ছেপে বেরোয় , তার নাম ' ২৯ শে আগস্ট ৭৬ সাল ' ।  
     এখনো দিনটি ভুলতে পারি নি ।