কবিতা অনেকেই পড়েন না । পড়েন না কারণ তাঁদের অনেকেই অকবি এবং কবিতা বোঝেন না । বা পড়েন না , কেননা অপচয় করার মতো সময় , আজকের এই ইঁদুর দৌঁড়ের সভ্যতায় , অনেকের নেই ।
            বইমেলাতে দেখেছি , যে স্টলে কবিতার বই বিক্রির জন্য সাজানো , সেখানে কেউ নেই , স্টল মরুভূমির মতো ফাঁকা । পাশে দেখুন , ছোটদের পাঠ্যবইয়ের দোকানে কি ভিড় কি ভিড় । সে তো হবেই । এর মধ্যে অস্বাভাবিক কোন কার্যকারণ নেই । কিন্তু বইমেলায় এদিক সেদিক ছড়িয়ে থাকা জিলিপির দোকান , মোমোর আড্ডা , বা যে স্টলে কামকামিনীর বই প্লাস্টিকে পিছমোড়া করে বাঁধা , সেখানে এত ভিড় কেন হয় !
               আচ্ছা , সে নাহয় হোল । কেউ মদ বেঁচে দুধ খায় , কেউ বা দুধ বেঁচে মদ । যার যেমন রুচি ।
              কিন্তু যারা কবিতা লেখেন ? নিজেকে কবি ভেবে অল্পবিস্তর অহংকার আছে যাঁদের ?  তাঁরা কি সকলে মন দিয়ে অন্যের কবিতা পড়েন ? সবার কবিতা পড়া সম্ভব নয় জানি । কিন্তু কারও কারওটা ? না , অনেকেই পড়েন না ।
                কবিতাপাঠের আসরগুলিতে দেখেছি কবিরা কেউ কেউ নিজের অলৌকিক কবিতা পড়ছেন এবং তারপর কবিসুলভ গাম্ভীর্য  নিয়ে ঝোলা ঝুলিয়ে বেরিয়ে গেলেন ।
                আমার জানতে ইচ্ছে করে , এঁরা কি সত্যিই কবিতা নিয়ে ভাবেন , নাকি নাম , যশ ইত্যাদিই মুখ্য আকর্ষন ।
               যিনি জবাব জানেন , দেবেন দয়া করে ।