পায়ের পাতা ভেজা নদীর মাঝে
ছেড়েছি কবে কাগুজে
যোনি-নৌকোখানি
টল টল ভেসেছে নায়াগ্রার করতালি
হিমাচল থেকে আল্পস্
সুমের থেকে বালি
জল উঠেছে কল কল
পাতা থেকে করতল
লোভাতুর শিশ্ন থেকে চর্বিত কম্বল
সযত্নে বাঁচাতে চেয়েছি তবু নিজস্ব নাকখানি


জল যখন উঠেই পড়েছে আজ
চুঁইয়ে বানভাসি বুকের ভেতর একান্তে
পড়ে থাকুক সমস্ত এলেবেলে কাজ
খুঁজে বেড়াই জলপ্রপাতের উঠোন
কাগজের সেই নৌকোখানি পেলে
হাজার বছর প্রান্তে


উদোম ভাসিয়ে দিতেম একলা আমার মন


পায়ের পাতা ভেজা নদীর মাঝে
ছেড়েছি কবে কাগুজে
যোনি-নৌকোখানি
লহরে লহরে ভেতর ভেতর