দাউ দাউ জ্বলে উঠলে কূল
পুড়তে থাকে সহজপাঠ
পান্ডুলিপির সমস্ত হরফে
বসন্তকে দেওয়া সব প্রেমালাপ


পোড়ার গন্ধ উঠে এলে
সুতীব্র জ্বলন উথলায় বরফে
অন্ত্র থেকে বোবা কন্ঠমূল


সাজানো বাগানের ঝরা পাতায়
দাবানল ছো্ঁয়ার পোড়া গন্ধে তৃণ
ঝরনার বুকে লুটিয়ে পড়ে মন
আমরণ


ঘর পোড়া শুরু করলে তীব্র তাপ
এক পোড়া গন্ধ হু হু উঠে আসে
ডিওর সুন্দরী কোন ঠোঁটে্র বাতাসে
যা বিকোয় না কোনদিন -