নিজস্ব মাঝখানে আমাদের যে নদী
এঁকে বেঁকে ভেসে গেছে আশৈশব
এপারে যার সুন্দরী স্বপ্নের বিছন
আকাশছোঁয়া মহীরুহ ওপারে অলস
খেলার ময়দানে হয়ে আছে গোষ্ঠ পাল


এসো অমীমাংসিত গল্পটি আবার
তার এলোমেলো বালির উপর
উপুর করে দিই সস্নেহে
ওরা জলশামুকের মতো হেঁটে যাক কাল
ঐ দূর দিগন্তের আবছায়া বাড়ির উপর
তালের পাখা নাড়ানোর ছবিতে
উজানের দিকে রোমন্থন


মোহনার গল্প এখনও অমীমাংসিত
আমাদেরই লাগানো নিজস্ব বিছন
তখন সাজিয়ে নেবে তার গল্পের ঝুড়ি
একরাশ


এসো অমীমাংসিত গল্পটি আবার
ফেলে আসা এলোমেলো বালির উপর
উপুর করে দিই নাহয় আরও একবার
পেছনে পড়ে থাকা জমি
করি চাষবাস