বাড়ির কাছেই বাস এক গিরগিটির
পুবাল বাতাস লাল হতে শুরু করলে
সেও মুখ তুলে রং বদলে হা হয়ে থাকে
সকালে তাড়া শিগগির আমারও পাকে
গিরগিটি শরীর থেকে অন্ধকার ঘষে ফেলে
উজ্জ্বল পাজামা ঘোলাটে চামড়ার উপর চড়িয়ে
বাঁ-কাঁধে শান্তিনিকেতনী ঝোলা ব্যাগে
বুদ্ধিজীবী চেহারাটার বাড়িয়ে দেয় জৌলুস
আজ সারাদিনের এই কাব্যিক প্রস্তুতি
কবি সম্মেলনগুলোতে বড় দাদাদিদির পাশে
আমিও যে দু'চারটে ডাক পেয়েই থাকি


আমার প্রতিবেশী গিরগিটি তখন থেকে
ফুল গাছটার ঝুলন্ত ডালে হা হয়ে বসা
শুধু রং পাল্টে ফেলে মুচকি হাসছে যেন


আমি আজও বড় ভাষন দেব
জীবনানন্দ বা বায়রন থেকে দেব উদ্ধৃতি
নীতি-কথা বলবো হকিন্সের বয়ানে
সব্বাই পিন-পড়া নৈশব্দ্যে মজে যাবে
আমার সুন্দর সুন্দর শব্দমালায়
তারপর কুরুক্ষেত্রযুদ্ধ জয় শেষ হলে
আবার ফিরে আসা সহবাসী আমার
ঐ নির্ভেজাল গিরগিটিটিরই কাছে