অনেকদিন ভেবেছি মেলাবো
মেলাবোই
কারো সঙ্গেই তো যায় না
কে হতে পারে ?
কার সাথে খাপে খাপ মিলে যায় আদল
দুর্যোধন ?
নাকি দুঃশাসন অনেকটা কাছে আসে !
যত বার ছবি আঁকছি ছায়ায় ছায়ায়
নিজেই বুঝি মেরে গেছি ফেল


এখনো ব্রুটাস ততটাই নির্লিপ্ত
বাজাতে পারে আঁকতে পারে সে
হাসতেও পারে অসম্ভব
পায়ের তলায় বসে সিপাহসালার
বুরোক্রাট থেকে হিপোক্রাট অটোক্রাট
কী নয় !


তবে এ মুখ কার ?
এলোমেলো খোঁজ চালাতে চালাতে
হাজার হাজার একই রকম মুখের ভিড়ে
হটাৎই সেদিন দেখা হল অকস্মাৎ
এ তো রাবন
কপি-পেস্ট রাবন
সাধু সেজেছিল সীতার জন্যে
যার ধমকে চমকে যায় রাজত্ব
অট্টহাসিতে কেঁপে উঠত পাহাড়
এ সেই
এ সেই রাবন
মিলিয়ে নাও


মুচকি হাসি তার রাবনকেও ছাড়িয়ে যায় !


( আজ ২৫০ তম বকোয়াজ নিবেদন )