অনেক তো হল সাংবাদিকতার কাজ
কোন বাড়িতে কি ঘটল অঘটন
কোথায় দুর্যোধন ফাটালো ভীমের উরু
কে কাকে নিয়ে পালাল নিষিদ্ধ বাড়ি
কয়েকটা দশক তো এভাবেই কাটালে হে
নেতার কথামৃত তুলতে তুলতে
পাকিয়ে ফেললে নিজের ভুরু
এত মিষ্টি মিষ্টি কথা শুনেছো যে


এখন রক্তে তোমার চিনি তোমারই দোষে


সেই চিনি এবারে বার করার জন্যে
তোমার মহাপ্রস্থানের পথের ধারে
দাঁড়িয়ে আছে লাঠিধারী কুকুর
আর কবে নিজের কথা বলবে তুমি


চলে এসো এ দেশে
পাতা উড়িয়ে দাও
ঝর্ণাকলম থেকে নামিয়ে দাও উত্তাল ঢেউ
নিজের কথা বলো বুক খুলে
খবরের পাতার জন্যে তোমাকেই খুঁজে নেবে
কোন একদিন কেউ না কেউ