মনে এক একটা সময় কেমন ঝাপসা দেখি ।
গনগনে আগুনও কাকজোছনায় করে গোসল ।
কুলুঙ্গির থেকে পুরনো দিনগুলো খুঁজে নিয়ে
বাঁধানো ঘাটের উপর এনে ঝলমল রাখি ।
সে ঘাট এখন হাজার বছরের দেনায় ফেটে
চৌচির । জোয়ার এলে ঢেউ এসে এক আধবার
ঠোঁট ছু্ঁয়ে দেয় আমাকেও । আনমনে স্পর্শ করে
প্রথম প্রেমের ক্ষীর । সেই ঢেউয়ে পোকা ধরা
মরা দেহ উথাল পাথাল । আমার মনটাও
আকুলি বিকুলি করে ওঠে কুলুঙ্গিতে ফেরার
জন্যে । সুন্দর ভোর বেলা ফুলের মতো রং
মিলিয়ে মিলিয়ে ফোটে এই ঘাটে যতবার
আসি । সকাল ফিরিয়ে দিয়েছে খোয়া দিন
আমার ঐ ঢেউয়ে এক কাল । কামিনীর
মিঠে গন্ধ ছড়িয়েছে আশে পাশে । কাশ ফুলের
রোঁয়া উড়িয়ে দিয়েছে আকাশে । এখনো সেই
বলিরেখাসর্বস্ব ঘাটে আসি । কাতারে কাতারে
ঝলমল ঢেউও আসে অনর্গল । একান্তে কুলুঙ্গির
ঘাটে মিঠে ভোরের ছবি নিয়ে বসি অজান্তে ।