সেই তো পথের ভাঁজে আবার দেখা হল নদী


তখন ভরা ভাদরের খোলা ঢেউয়ে দেমাগী যদি
আনাচে কানাচে তুমুল তুফান মাতাল ঘুর্ণি
আগ্রাসী চোখের এক পাড়ভাঙ্গা নির্দয় খুনি
সাহস হয় নি যে প্রেম বাজি রেখে ঝাঁপ দিই
সে তোমার নশ্বর যৌবনের মিথ্যে অহংকার
জানতে না ঐ গোলাপী লাল ঢেউতোলা গাল
ভাদরের ভরা দেহ বর্ষার পর দেখে না কেহ
পানা জমবে শুকনো খাতে চলে গেলে কাল
ফিরেও তাকায় না যে ওস্তাদ ডুবুরীরা আর
ভরন্ত দিনে ভয় পেয়ে যারা অমন চাউনিতে
ফিরে গিয়েছে কানা গলিতে বিমর্ষ ছাউনিতে


সেই তো পথের ভাঁজে আবার দেখা হল নদী
তখন ভরা ভাদরে্র অত ঢেউয়ে দেমাগী যদি


এখন সারা শরীরে তোমার লম্বা শীতের দাগ
বায়ু নেই আয়ু নেই জল নেই নেই জলতরঙ্গ
তাপ নেই ভাপ নেই বলিরেখায় ভরা যে অঙ্গ
কোথায় গেল সে দেমাক কোথায় গেল সে রাগ


ভরা ভাদরে যতই চলো বেপরোয়া আঁকাবাঁকা
বর্ষার ভরা নদী আজ শীতে তুমি যে বড় একা