রোজ পিঁচুটিমাখা চোখে
রোদ্দুরমাখা দরজা খুললেই
উঠোনের পেঁপে গাছটি আমার চোখ টেনে নেয়
একটি কোকিলকে পাকা পেঁপের থেকে চুমু খেয়ে
সরে যেতে দেখি
আরেকটি ফিঙ্গে উড়ে এসে কাটায়
আরও কিছুটা চুম্বনগাঢ় সকাল
সব ভুলে যাই তখন
এ পাড় ও পাড়
আমার নিজস্ব ক্ষুত্কাতর কামড়
কাজ অকাজ ঘোড়ার লম্বা দৌড়
এই পাখিগুলোর মতো আমার ঠোঁটে
লেগে গিয়েছে কখন পাকা পেঁপের হলদেটে রং