যখন ধরে রাখার ছিল -
ঐ ছেঁড়া পাতাগুলি পর্ণমোচীর
বৃষ্টিচ্ছায়ে আসা হঠাৎ মেঘের উড়ান
লকলকানো ঘরে লাউডগা সময়
ঘুমন্ত কানের কাছে ভোরের পাখির খচখচ
শিউলিতে লেগে থাকা শিশিরের রং
খেজুর রসের নতুন ঘ্রাণ
ফড়িংয়ের ডানায় ডানায় দুরন্ত দৌড়
আর
কোন কিশোরীর খোলা পিঠের মিঠে রোদ্দুর


তখন পারি নি যে
বেলা তো হল অনেক অকাজে
পাক খাওয়া ঘুড়ির মতো নিরুদ্দেশ হয়ে
উড়তে উড়তে
ভাসতে ভাসতে
ভাসাই হল অসার  
কত জল গড়িয়ে গেল
বাতাস গেল কত বয়ে
বুঝতে না বুঝতেই ক্রোশ ক্রোশ দূর

যখন ধরে রাখার ছিল
তখন পারি নি যে কিছু তার