বাজারে সাজিয়ে রাখা মাল দেখে দেখে
পা ফেলা আমার আজন্ম অভ্যাস
মাছ ফল ফুল খাতা ছাতা যাই হোক
আমাদের বাজারটায় চক ধরে ধরে বাহার
গেঞ্জিপট্টিতে কেবলই কাপড়
চকবাজারে বৈদ্যুতিন যা কিছু
এ সব থেকে ব্যাগ বাজারে ঢুকলে
আমার পৃথিবীটাকে কানাগলি মনে হয়
একদিকে সেঁধিয়ে গেলে বেরিয়ে আসা কঠিন
তবু ইচ্ছেয় অনিচ্ছেয় যেতেই হয়
কেননা এখানেই হারমোনিয়ামের দোকান
কারা কেনে মাঝে মাঝে দাঁড়িয়ে দেখি
আর চোখে চোখে খুঁজে ফিরি
বাজারে সাদা কোন ব্যাগ
সুর তুলতে পারি বা না পারি
সাদা ব্যাগে আমার সমস্ত কালো গুলো
অন্ততঃ ভরে সরিয়ে রাখা যাবে ।