আশেপাশে জড়িয়ে আছে আপন গাছপালা
আশৈশব আকৈশোর আজীবন আকাশ চুম্বী
শাল চিকরাশি জারুলের মোহময় পাতা ছুঁয়ে
তলে তলে বয় আনন্দবাহিনী দোমোহনী নদী
নির্ভেজাল দিনের ওঠাপড়া নিরুদ্বিগ্ন রাত্রি প্রহর
জোনাকিরা উড়তে আসে আঁধার বরফ হলে
ভয়হীন দল বেঁধে ঝাঁক ঝাঁক ঝকমকে রোদ্দুর
উড়তে পারে ঘুরতে পারে সন্ত্রাসহীন জ্বলে
বাঁধভাঙ্গা বানভাসি ভালবাসি এই প্রতিবেশী
কারণ কেবল দিয়ে যায় এরা ফুল আর ফল
মিথ্যে রক্তাক্ত করে দেয় না কাঁটার দোহাই
মিথ্যে জিয়নকাঠি ছোঁয়ায় না নিভু প্রদীপ
কিছু ফিরিয়ে নেবার দুর্বার প্রত্যাশায় নেই
আমার নিজস্ব ভাবনার এই সুখবাহী দ্বীপ ।