বান এসেছে বান
ভয় কি
ভেসে যাও
যেদিকে স্রোত হেঁটে যায় টান টান
খড়কুটো ভাঙ্গা ঘর মরা গরু ছাগল
আর সবুজ স্বপ্নের দল
উল্টোমুখে প্রতিবাদী হবে
অতি বিপ্লবী হবে
তারপর ফুসফুসে জমে যাবে
দুনিয়ার জল
তার চেয়ে বল
গা ভাসাই
ভেসে যাই
প্রাণ বাঁচাই
একদিন ডাঙ্গা পেলে
গা ঝাড়া দিয়ে চল
বিদ্রোহ করি নবান্ন উত্সবে