ঘুলঘুলি দিয়ে উঁকি মারে চারা-বটের শেকড়
টগবগ কড়াইয়ে ডুব মারে রূপোলী ইলিশ
চোখ বন্ধ করে প্রত্যেক ব্যাটা দেখে নেয়
দেখেছি পাকা আমের মতো অত্যুচ্চাশী স্তন


আগে আঁটি হয়ে থাকতে পারে হলদে সর
আঁতেলেরা তবুও ইচ্ছে করে ভাব নেয়
মিথ্যে সাজিয়ে ভন্ড গাছের কথাই বলবে
ঘুলঘুলি না থাকলে গুলিয়ে যেত রোদ্দুর
আম না থাকলে আম বাগানে কে যেত
আগে মাখন মাখন শরীর এলেই না
প্রেম আসে সকালের মিঠে আলোর মতো
উঠোনে বারান্দায় আর চোরা কুঠুরিগুলোতে -