রাজার ঘোড়াগুলো নিরীহ আস্তাবলে থাকতে পারে নি
হাপিয়ে উঠেছিল পঞ্চশীল দানাতে । রাজপথ ক্ষুরের
শব্দ শোনে নি অনেক কাল । লাল মোরামে
ধুলো গেছে জমে ।
একদিন ঘোড়াগুলো সব দল বেধে
বেলাগাম
নগরীর বাতাসে কেবল সাঁজোয়ার গন্ধ । ঘোড়া নয়


সব খচ্চরের দাপাদাপি !