কত দিন পর দেখা হল । অমন মুখ ভার কেন !
আটপৌরে আঁচলে ঢেকে রেখেছো শরীর । তোমার
ঢেউগুলি কোথায় , কোথায় তোমার ছুপছুপে ঠোট ।
চেয়েছিলাম নদী ভরা থাকবে , চরা দেখতে চাই না ।
পাহাড়ের খাঁজে খাঁজে সূর্যের ছায়া দেখবো আশা ছিল ।
যখন ঢেউ খেলে যাবে , ভেবেছিলাম সুরে দুলে উঠবে
নিতম্ব । তখনি গান গেয়ে উঠবে চোখ , মন , আমার
শরীরী প্লাবন ।
কত দিন পর দেখা হল । অমন মুখ ভার কেন ! অমন
স্থির জলে যেখানে আর কোন যুবতী ঢেউ নেই ,
এমন পৌষালি নদীতে কেমন করে দেবো সন্তরণ !