সারা দিন পর
ফিরে এসে ঘর্মক্লান্ত ঘর
দেখি পৃথুলা ভাবনা আমার
লজ্জাবতী ঘোমটায়
তার আঁচল বাঁধা চাবি
ধুপে ধুনোয় আলো সাজার
সাজবাতির ক্ষণটায়
তুলসী মঞ্চে দাঁড়িয়ে ঠায়
চোখে মুখে আঁধার ক্লিশে দেখি
অমন দৃশ্যে খুব মজে যাই ঠিকই
আবার কেন যেন ভাবি
আমার ধর্মক্লান্ত মনটায়
চিরকাল যে বাঁধাই পড়ে রই
এত দিনেও মুক্ত হলাম কই
সারা দিন শেষের চাপে
ঘর্মক্লান্ত ঘরে এলে
কখনো বা হাহুতাশী সাপে
কখনো আকাশমুখী মই যেন গেলে