ময়না কাঁটায় কোন এলার্জি নেই , যদিও থাকার কথা তো ছিলই
শীত-সকালের শিশির ছুঁয়ে শুয়ে গলা ভার হয়ে আসে না ,
ধান-কাটা জমিতে হেঁটে হেঁটে পায়ের পাতায় বয়ড়া গজাতে দেখি নি
যদিও এই সব কিছুই হওয়ার ছিল ;
নিজের ঘরনী মিঠে হাসির জন্যে হাহুতাস করে , সব প্রেম পরকিয়ায় তবু ,
অপরের সন্তানকে কোলে পিঠে নিতে কত জন পারে , গুণে বলার দরকার কি ,
অন্যের স্ত্রী যেমন ভালো , তেমনি নিজের সন্তান ;
তবু ময়না কাঁটা , শীত-সকাল , ধানতোলা জমিতেই পাল তুলতে ইচ্ছে করে !