ভাবছি কবে আসবে তুমি দুঃখ ভরা মনে-
ছুটবে আবার পাগলা ঘোড়া খেলতে তোমার বনে।
তন্দ্রাবেশে অবশেষে পেলাম না চরণ,
ধ্যানে তারে ছুঁই তবু সে করে না বারন।
লালটুকটুক আলতা পায়ে,
কানের ঝুমকা নাচে তালে তালে।
স্বর্ণলতা বিছা হবে ঢেউতোলা কোমরে,
সাপের মতন চলন খানি চলে হেলে দোলে।
নীল গগণের বুকে মেঘে ভেসে ভেসে
বৃষ্টিতে ভিজে হলেম একাকার।
বুঝিনা বর্ষা কেন পিছু ডাকে বারে বার।
তবু কল্পনাতে পাই তার মধুর আলিঙ্গন।
কল্পণা যার মূল আসলে তা ভুল-
তুমি আমি এখনো দূর বহুদূর।।