ভালো লাগা সব মুহুর্ত গুলি বেইমান করে
ভাঙ্গা নৌকার হাল ভেঙ্গে যায়।
পথিক পথ হারিয়ে ফেলে -
পাখি রা দিক ভ্রষ্ট হয়ে পড়ে।
তবুও সাহসী ছেলে কালো তুফান কে ফেলে  চলে।


সে ছেলের নাম ছেলে নয় তবে কি?
পথে পথে তার কাঁটা--
নেই কোনো তার সঠিক দিশা।
তবুও সে সাহসী ছেলে তার কোনো নেই ভয়।


মনের ভেতর প্রেমের আগুন,
পেটে জ্বলে ক্ষুধার আগুন -
এই দুর্দিনে সে পথ হারিয়ে ফেলে।
ঘনিভূত হয় নিকষ অন্ধকার
সে হারিয়ে যাই মায়াজালে, সময় কে সঙ্গিনী করে।