(বিভিন্ন কবির কবিতার মন্তব্যে দেয়া কিছু লাইন এখানে মন্তব্য সংকলন-৫ হিসাবে সন্নিবেশিত করা হল:)


এক
সকল পাখি একটি সুরে
কন্ঠে বাঁধে গান
সকল নদীর জলধারায়
একই কলতান।
ধরার বুকে সকল মানুষ
একই মনের ভাষা
বেঁচে থাকার দুঃখ ব্যথা
একই রকম আশা।
আমরা স্বাধীন গর্ব ভরে
সেদিন বলা যাবে
নচেৎ ভুলের ধূম্রজালে
সকলই হারাবে।


দুই
আবার ঢালিয়া বিষ
বিষে বিষ ক্ষয়
করে নিয়ে এক পথে যাবে নিশ্চয়?
সে দিকে তাকিয়ে থাকি
আমি তুমি সে
পীযূষ নিঃসৃত হবে বিষ তরাসে।


তিন
বেশ!
দুটি বর্ণে একটি কার
স্পেস সাথে এক কমার রেশ
নয় ছোট তা কোন মতে
আমার কাছে বড় বেশ।


চার
ফাগুন যে এল বলে
     গাছের শাখায়
নব কিশোলয় আর
     হরিত পাতায়।


জাগিছে কল্পদাগে
     নবীনের সুর
ঝরাপাতে মৃদুবায়ে
      বড় সুমধুর।


কোকিলও এসে গেল
     পাতা মর্মরে
জাগিল ধরা ফুলে
     আলো ঝলমলে।