কাল বৈশাখীর রুদ্র রূপে তুমি আস
ভেঙ্গে দিয়ে সব হিসাবের খেত,
তছনছ করে, লন্ডভন্ড করে দাও পোশাকি ভদ্রতা
তাকিয়ে থাকি, দেখি, ডুবে যাই।
মিথ্যা সভ্যতার আব্রু খসে যায়, অবলীলায়
অবহেলায় পড়ে থাকে জ্ঞানের মূর্খতা।
তবু, এমন করেই পরাজিত হতে চাই বার বার।