কবির কাছে নিজের কবিতার চেয়ে প্রিয় খুব বেশী কিছু আছে বলে মনে হয়না । নিজের কবিতা সে যেমনই হোক তা বোধ হয় যে কোন কালজয়ী কবিতার চেয়েও সুন্দর ও তদ্রুপ প্রিয়। তাতে কোন অন্যায় বা দোষ অবশ্য নেইও। কিন্তু আমার মত যারা নবিন, যারা লেখার চেষ্টা করছি মাত্র এমন কবিদের লেখার মান উন্নয়নের জন্য সঠিক দিক নির্দেশনা খুব জরুরি। বাংলা কবিতার বৃহত্তর স্বার্থে কবিতার মানোন্নয়নের জন্য কিছু কি করা যায়?
বিষয়টি ভেবে দেখার জন্য আসরের সকলের প্রতি অনুরোধ রইল।