কবিতার আসরে যে দিন প্রথম আসি দুরুদুরু বুকে পরামর্শের, উৎসাহের ঝাপি নিয়ে কবি অজিতেশ নাগ আমায় আলিঙ্গন করেছেন কাব্যের মাধুরী ছড়িয়ে। সেই কবি আমাদের ফেলে চেয়ে নিলেন স্বেচ্ছা নির্বাসন। মনের কষ্ট মনে চেপে প্রতিক্ষায় রইলাম কখন শেষ হবে এই কারাভোগের যন্ত্রনা। নির্বাসন থেকে কবি আসলেন, আসর পাতালেন কিন্তু আমাদের গেলেন ভুলে। তিনি থেকে গেলেন ধরা ছোঁয়ার বাইরের এক দূর তারা হয়ে। আজও তার কবিতায় আপ্লুত হলেন কিন্তু কিছু বলার সুযোগ না পেয়ে আপাতঃ আশ্রয় আলোচনা সভায়।
কবির প্রতি সকরুণ মিনতী আবার আসুন আমরা ভাসি কাব্যের ফল্গুধারায়।
অনেকশ শুভেচ্ছা কবি অজিতেশ নাগ।