ওদের দেখি
ফুটপাতে শুয়ে আছে বস্তির কিনার ঘেষে
সারি সারি বিশাল অট্টালিকার অন্দরে আবদ্ধ আপাত আয়েশের চেয়ে
ইট বালিশের আরাম অনেক বেশী কাংঙ্খিত যেন পিঁচুটি আঁকা চোখে।
হবে হয়তো;
সুন্দর আর আরামের হিসাব যে মেলেনা ঐকিক নিয়মের সরলীকরণে
তাই নরম বালিশে তলিয়ে যেতে যেতে
ঘুমের ঔষধ নেয়া ঘুমেরা যখন অস্থির
শীতাতপ নিয়ন্ত্রিত আয়েশকে তুচ্ছা করে
ওরা তখন দিব্যি শুয়ে ইট বালিশে হেলান দিয়ে।
আরামে নিশ্চিন্তে।