পেটের দায়ে দালালের হাত ধরি কি সুনিপূন ভনিতায়
দেখে মনে হবে কত আপন, ঠিক যেন নিজের হাত
যে হাতে ঘোমটা টেনেছি লাজে
শাড়ির ভাজে ভাজে রেখেছি বকুল ফুল
কিংবা শাকপাতা সাথে কাঁচা আমের ঘন্ট
দিয়েছি তোমার পাতে পরম মমতায়।
সেই হাতে আজ দালালের হাত ধরি
চোখে কাজল দেই,
জানি কেউ দেখেনা তথাপী দেই
হাসি নেই ঠুঁটে, উবে গেছে কবে
তবু হাসি যেন লেগে আছে আমার কন্ঠ জুড়ে
ধীক্কারের হাসি।