কবিতারা নাই আজ
সিফন শাড়ির আঁচল পাড়ে লেগেছে হাওয়া
বেশামাল নাচে ছোঁয়ে নিতে উড়ে গেছে
সুঢৌল বুকের নালিশ।


সবকিছু মনে হয় ছিঁড়ে ফেলি
কেটে কুটিকুটি করি তামাক পাতার মত
কিংবা খৈনি ডলার তালে, হাতের তালুয় নিয়ে পিষি
তাড়ন যন্ত্রনা লয়ে ক্ষয়ে ক্ষয়ে আসে
আস্বাদের শেষ বিন্দু।