এই আমাকে রেখেছ মনে
হে বন্ধু আমার
সময়ের বন্ধু হয়ে থেকেছ পাশে, কবিতার আশে
আমার অহেতুক কথার মালা, দিয়েছে দোলা
তোমার প্রাণে, কোন অবসরে, তোমার আসরে
এ আমার পাওয়া, পরম পাওয়া, হে বন্ধু আমার।


তুচ্ছ আমি এক নগণ্য মানুষ
চোখের আড়াল হয়ে আর সকলের, রয়েছি সরে
দূরে অচেনার দূরে
তবু তোমার মনে রয়ে গেছে দাগ
দুঃখ, ব্যথা, হাসি কিংবা রাগ
অভিমান ঠেলে তাই মনে পরে
হে বন্ধু আমার।


প্রতিদিন পথে যেতে যেতে ভাবি
এখনো রয়েছে কত পথ বাকী
কত দেনা রয়ে গেছে শোধিবার
তোমার ছোট্ট উৎসাহ কথা
শাসনের ছলে নাশে বন্ধুরতা
পাশে থেকে চল সদা হে বন্ধু আমার।