যখন তুমি আস, সময় থাকেনা
যখন সময় থাকে, তুমি আসনা
এই তো বিষম খেলা।
সোহাগী লোচনে মদির হাসিয়া
পাণি করে হাওয়ার মাদুলী বাঁধিয়া,
পরিয়া নটের শাড়ি
কদম্ব শ্মশানে এসে যাবে তুমি;
ত্রি-ভঙ্গ মূর্তীতে দাঁড়াবে একাকি
টুপটাপ শব্দে নৃত্যের মন্ডপে দাঁড়াই আমি
প্রতিক্ষায় থাকি।