ওগো নারী,তব রুপ হেরি বিস্তার
আমি বুঝি নি,
লোলুপ কায়া ছাড়ি হৃদগৃহ দ্বার
কভূ খুঁজি নি।


সরবে গাহি তব সাম্যতা,নিরবে
তাহা মানি নি।
মোর লাগি তব বিরাজতা,অবয়বে
ব্যাতিত ঘুচে নি।


ধর্ম-কর্ম,সংসার বলি,ব্যাতিরেকে
ভোগ্য ভাবি নি।
সর্বে অবজ্ঞা,ধিক্কার করি,বিবেকে
কভূ বাঁধে নি।


বাল্য হইতেই অবজ্ঞা করি,তবু
আশা ছাড় নি।
বধূ হইতেই দাস্য ভাবি,কভূ
সম্মান পাও নি।


মা হইলে,সহিলে যাতনা,কিঞ্চিৎ
শাপ দাও নি।
সন্তান হই করি লাঞ্ছনা,প্রায়শ্চিৎ
তবু করি নি।


বৃদ্ধা পরেও শত অবহেলা,দায়ভার
তবু ছাড় নি।
তিলোক্ষণে করি নিজ বক্ষে দাড়
গড়িয়াছ ধরণি।