মরার আগে কেউ মিছে কথা বলে না!
আমিও বলছি না, কেননা, সত্যটা বলতেই হয়!
একদম নিরেট সত্য হলো-
আদিতে মানুষ ছিলাম।
মানবরূপ বদলে অন্যকিছু বানানোর খেলায় মেতে উঠল সবাই! মানবধর্মে বিভক্তিসিদ্ধ নতুন ধর্মলেবেল সেঁটে দিলো।
সত্যি বলছি-
আদিতে মানুষ ছিলাম
জন্মসূত্রে ধর্ম পেলাম
মানুষ থেকে ধার্মিক হলাম!
হররোজ ইবাদত বন্দেগী - পূজাপার্বণাদি
গাছের পূজো, মাছের পূজো, হরিচরণের গাভির পূজো, নাড়িয়া মেসোর সূরিয়া পূজো, লক্ষীবতীর নাভীর পূজো, রামলীলাতে শ্যামের পূজো, দেব-দেবী আর নরের পুজো- রামরহিমের ক্ষ্যাপা পূজো! বাব্বা, হাঁপিয়ে উঠে থমকে গেলাম!
হঠাৎ দেখি জাতের পূজো, মিলেমিশে পাতের পূজো!
ধর্ম এবার জাতে গেলো! ধর্মটাকে জাতে খেলো!
মানুষ থেকে ধার্মিক হলাম
ধর্ম থেকে জাতে গেলাম
জাতপাতে সব ভিন্ন হলাম
মানবধর্ম ভুলেই গেলাম!!


সত্যি বলছি-
আদিতে সবাই মানুষ ছিলাম
তারপর....?  
মানুষ থেকে মুমিন হলাম
দীক্ষালাভে ঈমান পেলাম
নামাজ-রোজা-হজ্ব-যাকাত আর তাহাজ্জুদের ছবক পেলাম।
শিয়া-সুন্নী দ্বন্দ্ব পেলাম, কতশত মাজহাব পেলাম
পীর ওলি আর দরবেশ পেলাম -
নবী রাসুল ছেড়ে দিয়ে কুলেরকাঁটায় ছিন্ন হলাম।
ঈমান তখন শিকেয়তোলা, খুব সহসা জেহাদ পেলাম!
আমিই হলাম সবার সেরা!
অন্য সবাই আমার গোলাম
আকার সাকার নিরাকারে তাকে শুধু খুঁজেই গেলাম!
হঠাৎ যখন জেহাদ এলো, ধর্ম তখন কোথায় গেলো! ধর্মটাকে কিসে খেলো?
সত্যি বলছি-
আদিতে মানুষ ছিলাম
জন্মসূত্রে ধর্ম পেলাম
মানুষ থেকে ধার্মিক হলাম
ধর্ম থেকে জেহাদ পেলাম
দলেদলে ভিন্ন হলাম
সকলধর্ম ভুলেই গেলাম!!