নদী নালা খালবিল ভরাট করে ইমারত গড়ি
সিমেন্ট ফ্যাক্টরি গার্মেন্ট কারখানা আরও কত্ত কিছু!
উন্নয়নের ঐ মহাসড়ক ধরে ছুটতে ছুটতে কখন যে প্রকৃতি বিরুদ্ধতা করে ফেলেছি, বুঝতেই পারিনি!
হৃৎপিণ্ডের নালী গুলো এক এক করে বন্ধ হয়ে গেছে!  
এতটা রক্তচাপ, কতক্ষণ সুস্থ থাকা যায়?
নদী সাগর পাহাড় পর্বতশৃঙ্গ
ওরা কেউ-ই আমার দাস নয়!
তবুও, আমি
ক্ষমতা কিংবা সক্ষমতার প্রমাণ দিতেই
ওদের গোলাম বানিয়ে রাখি...
অতঃপর,  
নিজের পায়ে কুড়াল মারার প্রায়শ্চিত্ত করি
ফুঁপিয়ে কেঁদে উঠি-হাউমাউ করে বুক চাপড়ে কেঁদে উঠি
খড়কুটোর মতন ভেসে যাই
লৌহ খন্ড ভেবে ডুবে যাই
মরে যাই বারবার অলক-নন্দা জলে...