যদি
সুদূর অতীতে ফিরে যাওয়া যেতো
তবে কী করতাম?
একশো একটা লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকতাম তোর নীলরঙা সদর দরজায়
তুই যখন বিকেলের রোদ পোহানোর ছলে আমায় দেখতে বেরুতিস
তখন, হাঁটু গেড়ে বলতাম, ভালবাসি...
জানিনা,
তুই আমায় ফিরিয়ে দিতিস
নাকি ভালবেসে আগলে রাখতিস
তবুও একবার
অন্তত একটিবার বলতাম, ভালবাসি...
পরী,
তোকে একপৃথিবী সমান ভালবাসি
এ কথাটা আজও বলা হয় নি!
এ জনমে আর বলা'ই হলো না...



°
°
°
ভালবাসি
____________ রশিদ ভাই
ছয় দুই বাইশ